ঢাকা, শুক্রবার   ১৮ জুলাই ২০২৫

ইয়ামাহার স্পোর্টস লুক স্কুটার ‘রে জেড আর স্ট্রিট র‌্যালি’

প্রকাশিত : ১৫:৪৬, ১৪ ফেব্রুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

এসিআই মটরস ইয়ামাহ বাংলাদেশে নিয়ে এল স্পোর্টস লুক স্কুটারের ‘রে জেড আর স্ট্রিট র‌্যালি’। এই স্কুটারটির ডিজাইন করা হয়েছে পুরুষ এবং নারী উভয় রাইডরের কথা চিন্তা করে।

এই স্কুটারটি তাই পুরুষ ও নারী উভয়ই ব্যবহার করতে পারবে। স্টাইলিশ ও স্পোর্টি লুকের স্কুটারটি সহজেই সবার নজর কাঁড়বে।

গতকাল বুধবার জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এসিআই মটরস এর ফ্ল্যাগশিপ সেন্টার ইয়ামাহা থ্রিএস সেন্টার, তেজগাঁও এবং প্লাটিনাম ডিলার পয়েন্ট-ক্রিসেন্ট এন্টারপ্রাইজ, মিরপুর ৬০ফিট রোড, মিরপুর ২, ঢাকায় ডেলিভারি শুরু করা হয় স্ট্রিট র‌্যালি স্কুটারের।

অনুষ্ঠানে এসিআই মটরস এর এক্সিকিউটিভ ডিরেক্টর সুব্রত রঞ্জন দাস এবং এসিআই মটরস এর অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি