
ইয়েমেনের হুদায়দা শহরের কারাগারে সৌদি জোটের বিমান হামলায় কমপক্ষে ৪৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো অনেকে।
শহরটির পশ্চিমাঞ্চলীয় আল জায়দিয়া নামে নিরাপত্তাবাহিনীর সদর দপ্তরের ভেতরে দুটি কারাগার ভবনে এ হামলা হয়। আসামীদের পাশাপাশি নিহত হয় নিরাপত্তারক্ষীরাও। নিহতের সংখ্যা আরো বাড়বে বলে আশংকা করা হচ্ছে। এ ঘটনার কয়েক ঘণ্টা আগেই ইয়েমেনের তাইয়াজ শহরে বিমান হামলায় নিহত হয় আরো ১৮ বেসামরিক মানুষ। ২০১৪ সাল থেকে হুদায়দা শহরটি হুদি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে রয়েছে।