ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫

ঈদ কেন্দ্রিক ব্যস্ততা শুরু হয়েছে রাজধানীর দর্জিবাড়িগুলোতে

প্রকাশিত : ১০:৩৫, ১২ জুন ২০১৬ | আপডেট: ১০:৩৫, ১২ জুন ২০১৬

Ekushey Television Ltd.

ঈদ কেন্দ্রিক ব্যস্ততা শুরু হয়েছে রাজধানীর দর্জিবাড়িগুলোতে। দোকানেও নতুন কাপড়ের পসরা। তবে, গেল বছরের তুলনায় এবার পুরুষের পোশাক তৈরির অর্ডার কম বলে জানিয়েছেন দর্জি দোকানীরা। তাদের মতে, রেডিমেড পোশাকের দৌরাত্মে দর্জিবাড়িতে আগের তুলনায় ভিড় কম। প্রতিবছর রমজানের আগে থেকেই দর্জিবাড়িতে থাকে উপচেপড়া ভীড়। আর দর্জিরা নতুন পোশাকের বায়না নেয়া বন্ধ করেন রোজার প্রথম দশদিনের মাথায়ই। তবে, বছর দুয়েক ধরে চিত্রটা পাল্টে গেছে পুরুষের পোশাকের ক্ষেত্রে। দর্জিরা জানিয়েছেন, তৈরি পোশাকের দিকে ঝোঁক বেড়েছে পুরুষের। তাই দর্জি বাড়ির দিকে পা বাড়াচ্ছেন না অনেকেই। আবার মজুরি বেশি বলেও অনেকে ভীড়তে চায় না দর্জি বাড়িতে, এমন স্বীকারোক্তিও রয়েছে দর্জিদের। প্রায় একই চিত্র রাজধানীর সব দর্জি দোকানে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি