ঢাকা, বৃহস্পতিবার   ১৬ মে ২০২৪

ঈদগাঁওতে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ২৩:৪৪, ১৯ অক্টোবর ২০২২

কক্সবাজারের ঈদগাঁওতে বজ্রপাতে আনোয়ার হোসেন নামে (৫৫) এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (১৯ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে মরিচ ক্ষেতে কাজ করার সময় এ ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করেছেন ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হালিম।

আনোয়ার হোসেন ঈদগাঁও ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মধ্যম ভোমরিয়াঘোনা এলাকার মৃত আবদুর রশিদের ছেলে। 

স্থানীয়দের বরাত দিয়ে ওসি আবদুল হালিম জানান, বুধবার নিজের জমির মরিচ ক্ষেতে কাজ করার সময় হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হয়। একপর্যায়ে অতিরিক্ত বজ্রপাতে আনোয়ার গুরুতর আহত হন। বিষয়টি দেখতে পেয়ে অদূরে অবস্থান করা অপর কৃষক নুরুল আবছারসহ স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে ঈদগাঁওর একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি জানান, প্রাকৃতিক কারণে মৃত্যু হওয়ায় পরিবার কোনো অভিযোগ করেনি স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তারা দাফন কাজ সম্পন্ন করেছে।
কেআই//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি