ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫

ঈদের ছুটি শেষ হলেও কাটেনি ঈদের আমেজ

প্রকাশিত : ১৬:৪৮, ১০ জুলাই ২০১৬ | আপডেট: ১৬:৪৮, ১০ জুলাই ২০১৬

Ekushey Television Ltd.

ঈদের ছুটি শেষ। তবে কাটেনি ঈদের আমেজ। দেশের বিভিন্ন স্থানে আনন্দ-বিনোদন উপভোগ করছেন নানা বয়সের মানুষ। তাই পর্যটন বা বিনোদন কেন্দ্রগুলোতে লেগে আছে ভিড়। নিরাপদে ঈদ-আনন্দ উপভোগ করতে বিনোদন কেন্দ্রগুলোতে নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। ঈদের টানা ছুটি শেষ হয়েছে আজ। তবে এখনও লেগে আছে আনন্দের আমেজ। ছুটির দিনগুলোতে বিনোদন কেন্দ্রগুলোতে ছিল উপচেপড়া ভিড়। ঈদের আনন্দ উপভোগ করতে পরিবার-পরিজন নিয়ে ঢাকার কাছে সাভার ও আশুলিয়ার বিনোদোন কেন্দ্রগুলোতে ভিড় জমায় নানা বয়সী মানুষ। জাতীয় স্মৃতিসৌধ ছাড়াও ফ্যান্টাসি কিংডম ও নন্দন পার্কে ভিড় ছিল অনেক বেশি। আর মানুষের ঈদ আনন্দ নিরাপদ করতে এসব স্থানে নেয়া হয় বাড়তি নিরাপত্তা। ঈদ উপলক্ষে জয়পুরহাটের শিশু উদ্যান দর্শনার্থীদের সমাগমে প্রাণচঞ্চল। আনন্দ-বিনোদনের মাধ্যমে শিশু শিক্ষার পাশাপাশি উদ্যানে রয়েছে চিরায়ত বাংলার নানা ঐতিহ্যের সমাহার। ভৈরবের যুগল-সেতু এলাকায় মেঘনায় নৌকাভ্রমণসহ নানা আনন্দ-বিনোদনে মাতে হাজার হাজার মানুষ। ঈদ আনন্দে মুখরিত নড়াইলের ৫টি পর্যটনকেন্দ্র। বিপুল সংখ্যক দশনার্থীর ভিড়ে সরগরম ‘নিরিবিলি পিকনিক স্পট’, ‘স্বপ্নবীথি’, ‘অরুণিমা রিসোর্ট গলফ ক্লাব’, ‘চিত্রা রিসোর্ট’ আর ‘এসএম সুলতান স্মৃতি সংগ্রহশালা’। ঈদের ছুটিতে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু ইকো পার্কে ভিড় জমান নানা বয়সী মানুষ। বঙ্গবন্ধু সেতু, যমুনা পাড় আর নানা গাছ-গাছালির ছায়া সুনিবিড় পরিবেশে সময় কাটিয়ে মুগ্ধ দর্শনার্থীরা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি