ঢাকা, শনিবার   ০৩ মে ২০২৫

জাপানে অ্যাবের জয়

উ. কোরিয়ার হুমকি মোকাবেলার প্রতিশ্রুতি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১০, ২৩ অক্টোবর ২০১৭

Ekushey Television Ltd.

উত্তর কোরিয়ার হুমকি মোকাবেলার প্রতিশ্রুতি দিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে। গতকাল রোববারের নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর তিনি প্রতিশ্রুতি দেন। এ জয়ের ফলে জাপানের যুদ্ধোত্তর শান্তিচুক্তি সংবিধান সংশোধন করার ক্ষেত্রে অ্যাবে’র পথ সুগম হলো।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, নির্বাচনে অ্যাবে’র ক্ষমতাসীন জোট সংসদে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা ধরে রেখেছে। স্থানীয় সংবাদ মাধ্যম জানায়, কমেটো পার্টির সঙ্গে আবের ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) জোট জোটের নিম্নকক্ষের ৪৬৫টি আসনের মধ্যে ৩১২ টি আসন লাভ করেছে - যা তাদের সংবিধানের একটি সংশোধনের ক্ষমতা দিয়েছে।

পিয়ংইয়াংয়ের হুমকিসহ জাপানের বিভিন্ন সংকট মোকাবেলা করার জন্য প্রতিশ্রতি দেন জাপান প্রধান মন্ত্রী। তিনি বলেন, ‘নির্বাচনের প্রতিশ্রুতি মোতাবেক আমার প্রধান কাজ হবে উত্তর কোরিয়াকে দৃঢ়ভাবে মোকাবেলা করা। আর এর জন্য শক্তিশালী কূটনীতি প্রয়োজন।’

মাস দুয়েক আগেই নোংরা দুটি রাজনৈতিক স্ক্যান্ডালের জন্য তার জনপ্রিয়তা হ্রাস পেয়েছিল। তবে তিনি দ্রুতই তার ভাবমূর্তি পুনরুদ্ধার করতে সমর্থ হয়। তারা এই বিজয়ই এর প্রমান।

সূত্র : বিবিসি

/এমআর / এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি