ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে আবারও অগ্নিকাণ্ড

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১৫:২৮, ২৫ ফেব্রুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আবারও আগুন লেগেছে। উপজেলার টিভি টাওয়ারের পাশে ৭ নম্বর ক্যাম্পের একটি বসতঘর থেকে শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে আগুনের সূত্রপাত হয়। প্রায় এক ঘণ্টার পর কক্সবাজার ও উখিয়া ফায়ার সার্ভিসের চারটি ইউনিট এবং এপিবিএন পুলিশ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ১৫ দোকান ও ৩০টি ঝুপড়ি ঘর পুড়েছে বলে জানা গেছে। 

কক্সবাজার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা শাহাদাত হোসেন জানান, আগুন নিয়ন্ত্রণে উখিয়া ও কক্সবাজার ফায়ার সার্ভিসের চারটি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ক্ষয়ক্ষতির পরিসংখ্যান নিরূপণে কাজ চলছে।

প্রসঙ্গত, গত ৯ জানুয়ারি উখিয়ার শফি উল্লাহ কাটা ১৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে আগুন লাগে। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও প্রায় ১২ শ’ ঘর পুড়ে যায়। তার আগে ২ জানুয়ারি উখিয়ার বালুখালী ২০ নম্বর ক্যাম্পে জাতিসংঘের অভিবাসনবিষয়ক সংস্থা (আইওএম) পরিচালিত করোনা হাসপাতালে আগুন লাগে। ওই আগুনেও কেউ হতাহত হয়নি। তবে হাসপাতালের আইসোলেশন সেন্টারের ১৬টি কেবিন পুড়ে যায়।

এরও আগে ২০২১ সালের ২২ মার্চ উখিয়ার বালুখালীতে ক্যাম্পে লাগা আগুনে মৃত্যু হয় ১৫ রোহিঙ্গার। পুড়ে যায় ১০ হাজারের মতো ঘর।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি