ঢাকা, বুধবার   ০৫ নভেম্বর ২০২৫

‘উড্ডয়ন ত্রুটির’কারণে মাইলস্টোনে বিমান বিধ্বস্ত হয় : তদন্ত প্রতিবেদন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৪৫, ৫ নভেম্বর ২০২৫ | আপডেট: ১৮:৪৫, ৫ নভেম্বর ২০২৫

Ekushey Television Ltd.

পাইলটের উড্ডয়নের ত্রুটির কারণে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়। তদন্ত প্রতিবদনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

ওই ঘটনা তদন্তে গঠিত কমিটি বুধবার (৫  নভেম্বর)  প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দিয়েছে।

এদিন বিকালে ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে এ বিষয়ে ব্রিফ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

প্রতিবেদনের বরাতে তিনি বলেন, “পাইলটের উড্ডয়ন ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটেছে। ট্রেনিংয়ের সময় পরিস্থিতি তার নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল।”

শফিকুল আলম বলেন, “এই দুর্ঘটনার উপর গত ২৯ জুলাই একটি তদন্ত কমিটি করা হয়েছিল। বুধবার কমিটির প্রধান লেফটেনন্ট জেনারেল কামরুল হাসান প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিয়েছেন।

“তদন্ত কমিটি বিশেষজ্ঞ, প্রত্যক্ষদর্শী ও আক্রান্তসহ ১৫০ জনের সাথে কথা বলেছেন। ১৬৮টি তথ্য উদঘাটন করে ৩৩টি সুপারিশমালা দিয়েছেন।”

প্রেস সচিব জানান, জননিরাপত্তার স্বার্থে এখন থেকে বিমান বাহিনীর প্রাথমিক সব প্রশিক্ষণ ঢাকার বাইরে পরিচালনার সুপারিশ এসেছে।

প্রতিবেদনের বরাতে তিনি বলেন, “মাইলস্টোনের ওই ভবনটি রাজউকের বিল্ডিং কোড নীতিমালা অনুসরণ করে নির্মাণ করা হয়নি। ওই বিল্ডিংয়ে কমপক্ষে তিনটি সিঁড়ি থাকার কথা ছিল, সেখানে ছিল মাত্র একটি। এখানে আরও সিঁড়ি থাকলে হতাহতের পরিমাণ কম হতো।”

বরিশাল ও বগুড়ায় বিমানবন্দরের রানওয়েগুলো আরো সম্প্রসারণের সুপারিশ করা হয়েছে প্রতিবেদনে।

উল্লেখ্য,গত ২১ জুলাই দুপুরে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসের একটি ভবনের মুখে বিধ্বস্ত হয়। দেশের ইতিহাসে সবচেয়ে বড় এই বিমান দুর্ঘটনায় ৩৬ জনের মৃত্যু হয়, যাদের বেশির ভাগই শিশু।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি