ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫

উড্ডয়নের পর আঁছড়ে পড়লো বিমানের পাখা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৭, ২৫ সেপ্টেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

বিমানবন্দর থেকে একটি  বিমান উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই দেখা দিল বিপত্তিহঠাৎ করেই বিমানের পাখা থেকে একটি অংশ খুলে পড়লো একটি গাড়ি ছাদে।

সোমবার এমনই ঘটনা ঘটেছে কেএলএম রয়্যাল ডাচ এয়ারলাইন্সে। বিমানটি তখন জাপানের ওসাকা বিমান বন্দর থেকে উড্ডয়ন করছিল। যার গন্তব্য ছিল নেদারল্যান্ডসের আমস্টারডাম। পরে সেটি নিরাপদে গন্তব্যে পৌঁছে যায়।

কেএলএম রয়্যাল ডাচ এয়ারলাইন্সের কর্মকর্তারা জানান, বিমানটি মাত্র ৬৫০০ ফুট উচ্চতায় উঠেছিল। তখনই ঘটে এ বিপত্তি। বিমানের পাখা থেকে যে অংশটি খুলে পড়েছে সেটির ওজন ছিল চার কেজির বেশি। আর খুলে যাওয়া পাখার অংশটি একটি গাড়ির পড়লে সেটির পেছনের কাঁচ ভেঙ্গে যায়। এ ঘটনায় কেউ আহত হয়নি।

এয়ারলাইন্স কর্তৃপক্ষ এর কারণ খুঁজে বের করতে  তদন্ত শুরু করেছে। বোয়িং ৭৭৭ বিমানটিতে তিনশ`র বেশি যাত্রী ছিল। তবে বিমানটি নিরাপদে আমস্টারডাম পৌঁছেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, সুষ্ঠু তদন্তের জন্য তারা জাপানের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ এবং বিমান প্রস্তুতকারী সংস্থা বোয়িংয়ের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে।

সূত্র: বিবিসি।

/আর/এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি