ঢাকা, বুধবার   ৩০ জুলাই ২০২৫

উত্তরপ্রদেশে ধুলিঝড়-বজ্রপাতে মৃত ১৯

প্রকাশিত : ১৭:৪১, ৭ জুন ২০১৯

Ekushey Television Ltd.

ভারতের উত্তরপ্রদেশে প্রবল ধুলিঝড় এবং বজ্রপাতে ১৯ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো ৪৮ জন। রাজ্যের ত্রান কমিশনের বরাত দিয়ে শুক্রবার ভারতীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় উত্তরপ্রদেশের বিভিন্ন এলাকায় প্রবল ধুলিঝড় শুরু হয়। সেই সঙ্গে চলতে থাকে বজ্রপাত। এতে অসংখ্য ঘর-বাড়ি ভেঙে পড়ে। রাস্তাঘাটে উপড়ে পড়ে গাছপালা।

শুক্রবার রাজ্যের ত্রাণ কমিশনের এক বিবৃতিতে বলা হয়, ধুলিঝড় ও বজ্রপাতে মইনপুরি, এটাহ্ এবং কাসগঞ্জে ১২ জনের প্রাণহানি ঘটে। মোরাদাবাদ, বদায়ুঁ, মথুরা, কনৌজ, সম্ভল এবং গাজিয়াবাদে আরো সাতজন নিহত হয়।

এসব ঘটনায় ৪৮ জনের বেশি মানুষ আহত হয়েছে। আহতদের অধিকাংশই মইনপুরির বলে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।

উত্তরপ্রদেশের তথ্য দফততের প্রধান সচিব অবনীশ অবস্থি জানান, ক্ষতিগ্রস্তদের সবরকম সাহায্যের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সকলের কাছে ত্রাণ পৌঁছাচ্ছে কি না, তা দেখার নির্দেশ দিয়েছেন সংশ্লিষ্ট দফতরের মন্ত্রী এবং জেলার ভারপ্রাপ্ত আধিকারিকদের।

সূত্র: আনন্দবাজার

আই/আরকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি