ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

উদ্বোধনের ৬ বছরেও হাসপাতালে চালু হয়নি ওয়ার্ড

প্রকাশিত : ১১:১৬, ৩০ অক্টোবর ২০১৬ | আপডেট: ১১:১৬, ৩০ অক্টোবর ২০১৬

Ekushey Television Ltd.

উদ্বোধনের ৬ বছরেও ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের দন্ত বিভাগে চালু হয়নি ওয়ার্ড। ওয়ার্ড না থাকায় মুমূর্ষু রোগীদের পাঠানো হচ্ছে রাজধানীতে। ফলে দুর্ভোগ পোহাতে হয় রোগীদের। দীর্ঘ দিনেও ওয়ার্ড চালু না হওয়ায় রোগীদের সাথে বিপাকে আছেন ইন্টার্ন চিকিৎসকরাও। মোটরসাইকেল দুর্ঘটনায় মুখের চোয়াল ভেঙ্গে টাঙ্গাইলের মধুপুর থেকে এসেছেন হায়াত উল্লাহ। কিন্তু দন্ত বিভাগের ওয়ার্ড না থাকায় হাসপাতালের বহির্বিভাগে অপারেশন শেষে বাড়ি চলে যেতে হয় তাকে। তাই বাবার সাথে প্রতিদিন বাড়ি থেকে এসে ড্রেসিং করাতে হচ্ছে তাকে। এ দৃশ্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের দন্ত বিভাগের। ২০১১ সালে বিভাগটি উদ্বোধন করা হলেও এখনও চালু হয়নি ওয়ার্ড। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে রোগী ও স্বজনদের। এদিকে অবকাঠামোগত সব সুযোগ থাকার পরও দীর্ঘ দিনেও ওয়ার্ড চালু না হওয়ায় হতাশ নাগরিক সমাজ। ওয়ার্ডের অভাবে কোর্স শেষ করতে সমস্যায় পড়তে হচ্ছে এ বিভাগের শিক্ষার্থীদেরও। তালাবদ্ধ ঘরে নষ্ট হচ্ছে আসবাবপত্র। এদিকে রোগীদের দুর্ভোগের কথা স্বীকার করে শিগগিরই ওয়ার্ড চালু করার কথা জানায় কর্তৃপক্ষ। শুধু আশ্বাস নয়, দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি ভুক্তভোগীদের।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি