ঢাকা, সোমবার   ১২ মে ২০২৫

উন্নয়ন প্রকল্পগুলোতে অর্থায়নে বিশ্বব্যাংকের মনোভাব ইতিবাচক জানিয়েছেন ওবায়দুল কাদের

প্রকাশিত : ১৮:৫২, ৪ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১৮:৫২, ৪ ডিসেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

পদ্মা সেতুতে অর্থায়নে পিছপা হলেও এখন বাংলাদেশের উন্নয়ন প্রকল্পগুলোতে অর্থায়নে বিশ্বব্যাংকের মনোভাব ইতিবাচক। এমনটাই জানালেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।  সচিবালয়ে, সফররত বিশ্বব্যাংকের প্রতিনিধি দলের সাথে বৈঠকের পর, তিনি আরো জানান, আগামী জানুয়ারীতেই অবস্থার দৃশ্যমান পরিবর্তন আসবে। পদ্মা সেতু থেকে বিশ্ব ব্যাংকসহ অন্যান্য দাতা সংস্থাগুলো পিছু হটায় নিজস্ব অর্থায়নে এর নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে বাংলাদেশ সরকার। তবে বিভিন্ন পর্যায়ে আলোচনার পর অন্যান্য উন্নয়ন প্রকল্পে অর্থায়নে বরফ অনেকটাই গলেছে বলে মনে করেন সংশ্লিস্টরা। সফররত, বিশ্বব্যাংকের ছয় সদস্যের প্রতিনিধি দলের সাথে সচিবালয়ে বৈঠকের পর একই কথা বললেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। রাজধানীর যানজট সমস্যার সুরহা করতে, বাস র‌্যাপিড ট্রানজিট বা বিআরটি-৩ প্রকল্পের, বিমানবন্দর থেকে, মহাখালি পর্যন্ত প্রথম পর্যায়ে, কাজ দ্রুতই শুরু করতে, আসন্ন জানুয়ারীতেই ঋণের টাকার ছাড় চান মন্ত্রী। এছাড়া, চট্টগ্রাম থেকে, কক্সবাজার হয়ে, টেকনাফ পর্যন্ত ২ শ ২৫ কিলোমিটার সড়ক চার লেনে, উন্নয়নে, ১০ হাজার কোটি টাকা’র ঋণ প্রস্তাব, পর্যালোচনা’র আশ্বস দিয়েছে, বিশ্বব্যাংক। বিমান বন্দর থেকে গুলিস্থান হয়ে, কেরাণী গঞ্জ পর্যন্ত বিআরটি-৩ প্রকল্পের সম্ভাবতা যাচাই ও নকশা, প্রণয়নের কাজ শেষ করেছে বিশ্বব্যাংক।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি