এ কে আজাদের বাড়িতে হামলার মামলায় স্বেচ্ছাসেবক দলের ২ নেতার জামিন
প্রকাশিত : ১৬:১৯, ৯ জুলাই ২০২৫ | আপডেট: ১৬:২০, ৯ জুলাই ২০২৫

ফরিদপুর সদর আসনের সাবেক সাংসদ একে আজাদের বাড়িতে হামলার মামলায় জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহরিয়ার শিথিল ও যুগ্ম আহ্বায়ক রাকিবুল ইসলাম এর জামিন দিয়েছে আদালত।
বুধবার (৯ জুলাই) দুপুরে ফরিদপুরের ১নং আমলী আদালতের বিজ্ঞ বিচারক আসিফ এলাহী এ রায় দেন।
মামলার বিবরণে বলা হয়, গত ৩ জুলাই আওয়ামী লীগের লোকজন নিয়ে একে আজাদ তার বাড়িতে গোপন বৈঠক করছিলেন এমন অভিযোগে ফরিদপুর মহানগর বিএনপির নেতাকর্মীরা একটি মিছিল নিয়ে তার বাড়িতে হামলা করে। এমন অভিযোগে গত পাঁচ জুলাই ফরিদপুর মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, কোতোয়ালী থানা বিএনপি'র সাধারণ সম্পাদক নাজমুল হাসান চৌধুরী রঞ্জন, মহানগর বিএনপির যুগ্ন আহ্বায়ক মিজানুর রহমান মিনাল, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহরিয়ার শিথিল, যুগ্ম আহ্বায়ক রাকিবুল ইসলাম, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক তরুণ বিশ্বাসসহ ১৬ জনের নামসহ অজ্ঞাতনামাদের আসামী করে কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়।
এ মামলার অপর ১৪ বিএনপি নেতা মঙ্গলবার আদালতে হাজির হলে আদালতের বিজ্ঞ বিচারক তাদেরকে জামিন মঞ্জুর করেন। আজ বুধবার বাকি জেলা স্বেচ্ছাসেবক দলের দুই নেতার জামিন মঞ্জুর করলেন আদালত।
এদিকে এ মামলায় দুই নেতা জামিন পেয়ে নেতাকর্মীদের নিয়ে আদালত চত্বর থেকে একটি মিছিল বের করেন। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ জায়গাগুলো প্রদক্ষিণ করে ফরিদপুর প্রেসক্লাবের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
এসময় বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহরিয়ার শিথিল ও যুগ্ম আহ্বায়ক রাকিবুল ইসলাম। এছাড়া জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক রাকিবুল হাসান, যুগ্ন আহবায়ক প্লাবন শেখ পিলু, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য হাবিবুর রহমান সুমন, রাজেন্দ্র কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি শাহরুখ ফয়সাল নিলয়সহ অসংখ্য নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
এএইচ
আরও পড়ুন