ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫

এ বছরের রিহ্যাবের এজিএম সম্পন্ন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩৫, ৬ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) এর বার্ষিক সারারণ সভা (এজিএম) সম্পন্ন হয়েছে। একই সাথে ইজিএম সম্পন্ন হয়। গতকাল সোমবার দুপুরে রাজধানীর সোনারগাঁও হোটেলে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন রিহ্যাব প্রেসিডেন্ট আলমগীর শামসুল আলামিন কাজল। এ সময় রিহ্যাব এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নুরুন্নবী চৌধুরী শাওন,ভাইস প্রেসিডেন্ট (প্রথম) লিয়াকত আলী ভূইয়া, ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) প্রকৌশলী মোহম্মদ সোহেল রানা, ভাইস প্রেসিডেন্ট-২ আহকাম উল্লাহ, ভাইস প্রেসিডেন্ট মো: আব্দুল কৈয়ুম চৌধুরী এবং প্রেস এ্যান্ড মিডিয়া স্ট্যান্ডিং কমিটির কো-চেয়ারম্যান ও রিহ্যাব পরিচালক কামাল মাহমুদ সহ রিহ্যাবের বোর্ড অব ডিরেক্টর্স এর পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় রিহ্যাব সদস্য প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এজিএম ও ইজিএম এ তাদের মতামত তুলে ধরেন। এই বার্ষিক সাধারণ সভায় ২০১৬ সালের কার্যক্রম ও নিরীক্ষিত হিসাব অনুমোদিত হয়। একই সাথে ইজিএম এর মাধ্যমে সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয়ের এসআরও এর প্রেক্ষিতে রিহ্যাব এর স্মারক সংঘে প্রয়োজনীয় সংশোধনী আনা হয়।

//এস এইচ এস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি