ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

এক প্রতিষ্ঠান ও ২৩ ব্যক্তিকে প্রধানমন্ত্রীর অনুদান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১৯, ৭ জানুয়ারি ২০২০ | আপডেট: ১১:২৪, ৭ জানুয়ারি ২০২০

একটি প্রতিষ্ঠান ও ২৩ ব্যক্তিকে আর্থিক সহায়তা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী খুলনার গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘরকে অনুদানের চেক প্রদান করেন।

এছাড়া অসুস্থ মুক্তিযোদ্ধা, বিএনপি-জামায়াতের সন্ত্রাসীদের হাতে আহত ও নিহত বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতা-কর্মীর পরিবারের সদস্য, ক্রীড়া সংগঠক এবং সম্প্রতি দক্ষিণ এশীয় গেমসে স্বর্ণপদক বিজয়ী তিনজন জাতীয় এ্যাথলেটকেও অনুদান দেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা সম্প্রতি নেপালে অনুষ্ঠিত ১২তম দক্ষিণ এশীয় গেমসে সাঁতার, ভারোত্তলন ও শুটিংয়ে স্বর্ণপদক অর্জন করায় মাহফুজা খাতুন শীলা, মাবিয়া আক্তার সীমান্ত এবং শাকিল আহমেদকে ৩টি ফ্ল্যাট প্রদান করেন।

পাশাপাশি রাজধানীর পল্লবীর বঙ্গবন্ধু সরকারি কলেজ এবং নাটোরের নবাব সিরাজ-উদ্দৌলা কলেজের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে মাইক্রোবাসের চাবি হস্তান্তর করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানায়, চলতি শীত মৌসুমে উত্তরবঙ্গ, পার্বত্য চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের চা শ্রমিকদের মধ্যে এই পর্যন্ত ২৪ লাখ কম্বল বিতরণ করা হয়।

সূত্র: বাসস

একে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি