ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

এক হাজার কর্মী ছাটাই করেছে মাইক্রোসফট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩৫, ২০ অক্টোবর ২০২২

Ekushey Television Ltd.

চলতি বছর তৃতীয় বারের মতো ১০০০ কর্মী ছাটাই করেছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট। 

গত জুলাইয়ে কোম্পানি ঢেলে সাজানোর ঘোষণা দিয়ে ১ লাখ ৮০ হাজার কর্মীর মধ্যে ১ শতাংশ কর্মীকে ছাঁটাই করে। এতে চাকরি যায় ১ হাজার ৮০০ কর্মীর।

জুলাইয়ের পর আগস্টেও মাইক্রোসফট তাদের গ্রাহককেন্দ্রিক গবেষণা ও উন্নয়ন প্রকল্প থেকে আরও ২০০ কর্মীকে ছাঁটাই করে। 

এক বিবৃতিতে বলেছে, ‘আজ আমরা অল্পসংখ্যক কর্মী ছাঁটাই করছি। অন্য প্রতিষ্ঠানগুলোর মতো আমরাও আমাদের ব্যবসার অগ্রাধিকারগুলো নিয়মিত মূল্যায়ন করি। সেই মূল্যায়ন অনুযায়ী প্রতিষ্ঠানের কাঠামোগত সমন্বয় করি।’

সূত্র: ইনভেস্টরসকিং
এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি