ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

শান্তিতে নোবেল পেলেন তিন মানবাধিকার কর্মী-সংস্থা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৩, ৭ অক্টোবর ২০২২ | আপডেট: ১৫:৪৬, ৭ অক্টোবর ২০২২

Ekushey Television Ltd.

এ বছর নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন একজন ব্যক্তি ও দুইটি প্রতিষ্ঠান। ব্যক্তি হলেন বেলারুশের এলস বিয়ালিয়াতস্কি যিনি বেলারুশের মানবাধিকারকর্মী। আর দুই প্রতিষ্ঠান হলো- রাশিয়ার মানবাধিকার সংগঠন ‘মেমোরিয়াল’ এবং ইউক্রেনের মানবাধিকার সংগঠন ‘সেন্ট্রার ফর সিভিল লিবারর্টিস।

নোবেল কমিটির চেয়ারম্যান বলেছেন, ‘বিজয়ীরা শান্তি ও  গণতন্ত্রের জন্য নাগরিক সমাজের তাৎপর্য তুলে ধরেছে। তারা ক্ষমতার সমালোচনা এবং নাগরিকদের মৌলিক মানবাধিকার রক্ষার গুরুত্ব প্রদর্শন করেছে।’

বিবিসির খবরে বলা হয়েছে, নোবেল পুরস্কার বিজয়ীদের যুদ্ধাপরাধ, মানবাধিকার লঙ্ঘন এবং ক্ষমতার অপব্যবহারে ঘটনা নথিভুক্ত করার জন্য প্রশংসা করা হয়েছে।

পুরস্কার হিসেবে ১ কোটি সুইডিশ ক্রোনার পাবেন শান্তিতে নোবেলজয়ী। গত বছর (২০২১) শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন দুই সাংবাদিক। তারা হলেন ফিলিপিন্সের সাংবাদিক মারিয়া রেসা ও রুশ সাংবাদিক দিমিত্রি মুরাতভ। সাহসিকতার সঙ্গে পেশাগত দায়িত্ব পালনের মাধ্যমে নিজ নিজ দেশে মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় শান্তিতে নোবেল পুরস্কার দেয়া হয় তাদের।

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি