ঢাকা, বৃহস্পতিবার   ২২ মে ২০২৫

একসঙ্গে আওয়ামীপন্থি ৬ ইউপি চেয়ারম্যান আটক

একুশে টেলিভিশন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:০৬, ২১ মে ২০২৫

Ekushey Television Ltd.

গাইবান্ধার ফুলছড়ি উপজেলা আইনশৃঙ্খলা সভা শেষে ৬ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে আটক করেছে পুলিশ। উপজেলা আইনশৃঙ্খলা মিটিং শেষে বুধবার (২১ মে) বেলা ২টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে তাদের আটক করা হয়।

ফুলছড়ি উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সভাপতিত্বে মাসিক আইনশৃঙ্খলা সভা হয়। সভা শেষে ৬ চেয়ারম্যানকে উপজেলা পরিষদ চত্বর থেকে পুলিশ আটক করে। তারা হলেন ১নং কঞ্চিপাড়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সোহেল রানা শালু, ২নং উড়িয়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক গোলাম মোস্তাফা কামাল পাশা, ৪নং ফজলুপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সদস্য আনছার আলী মন্ডল, ৫নং ফুলছড়ি ইউপি চেয়ারম্যান চেয়ারম্যান ও ফুলছড়ি ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আজহারুল হান্নান মন্ডল, ৬নং গজারিয়া ইউপি চেয়ারম্যান ও সাবেক জাসদ নেতা খোরশেদ আলী খান খুশু, ৭নং এরেন্ডা ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন নেতা আব্দুল মান্নান আকন্দ।

তবে, ৩নং ইউপি চেয়ারম্যান আল আমীন কৌশলে সভার আগেই সটকে পড়ায় তাকে আটক করতে পারেনি। এসময় বিক্ষিপ্ত জনতা উদখালী ইউপি চেয়ারম্যাকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ করে। পরে আটককৃতদের গাইবান্ধা সদর থানায় নিয়ে যাওয়া হয়। 

গাইবান্ধা পুলিশ সুপার নিশাত এঞ্জেলা আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি