ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫

একাত্তরের বীর শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত স্মৃতিসৌধ (ভিডিও)

প্রকাশিত : ১৭:০৮, ২৫ মার্চ ২০১৯

Ekushey Television Ltd.

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। এরিমধ্যে সম্পন্ন হয়েছে সৌধ চত্বরের সৌন্দর্য বর্ধনের সকল প্রস্তুতি। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে গার্ড অব অনারে প্রস্তুতি নিয়েছে তিন বাহিনী। এছাড়া নিরাপত্তা জোরদারে ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে নেয়া হয়েছে সব ধরণের ব্যবস্থা।

পরাধীনতার শৃঙ্খল মুক্তির বীর সেনানীদের স্মরণ এবং ৩০ লাখ শহীদের প্রতি জাতির কৃতজ্ঞতা ও শ্রদ্ধার স্মারক জাতীয় স্মৃতিসৌধ।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে একাত্তরের বীর শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত স্মৃতির বেদী। সৌন্দর্য বর্ধনে সম্পন্ন হয়েছে পরিষ্কার-পরিচ্ছন্নতাসহ আনুষঙ্গিক কাজ।

একইসঙ্গে সৌধ চত্তরের পুষ্পবেদী, গণসমাধি, কৃত্রিম হ্রদ, হেলিপ্যাড, অভ্যর্থনা কেন্দ্র, উন্মুক্ত মঞ্চ, মসজিদসহ সকল স্থাপনারও সৌন্দর্য্যবর্ধনের কাজ শেষ হয়েছে। 

নবম পদাতিক ডিভিশনের তত্বাবধানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর গার্ড অব অনারে তিন বাহিনীর মহড়াসহ নিরাপত্তা জোরদারে সব ধরণের ব্যবস্থা নেয়া হয়েছে।  

সব প্রস্তুতি শেষে এখন ৪৯তম স্বাধীনতা দিবসে জাতির সূর্যসন্তানদের শ্রদ্ধা জানানোর অপেক্ষা।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি