ঢাকা, সোমবার   ২৫ আগস্ট ২০২৫

একাধিক ব্যর্থ অভিযানের পর অবশেষে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৪৮, ২৪ আগস্ট ২০২৫

Ekushey Television Ltd.

ঢাকা জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সজীব আহমেদকে (২৯) কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৪ আগস্ট) দুপুরে কলাতিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, সজীব আহমেদ নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা জেলা দক্ষিণের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি সামজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দলের প্রচার-প্রচারণায় সরব ছিলেন।

তাকে গ্রেপ্তারের জন্য এর আগেও পুলিশ একাধিকবার অভিযান পরিচালনা করে। তবে প্রত্যেকবার তিনি গ্রেপ্তারের হাত থেকে বেরিয়ে যান। অবশেষে শনিবার তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

তাকে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে তা এখনো জানা যায়নি।

তবে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল হক ডাবলু।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি