ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

একুশে বইমেলায় শনিবার সকাল শুধুই শিশু-কিশোরদের

প্রকাশিত : ১৫:৩৩, ১১ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৭:০৯, ১১ ফেব্রুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

একুশে গ্রন্থ মেলার চতুর্থ শিশু প্রহরে শিশুদের আনাগোনায় মুখর অমর একুশে বইমেলা প্রাঙ্গন। বিনোদনের পাশাপাশি বইয়ের সঙ্গে পরিচয় করিয়ে দিতে অভিভাবকরা মেলায় এসেছেন শিশুদের নিয়ে। বিভিন্ন দোকান ঘুরে পছন্দের বই কেনা আর খেলাধূলায় মেতে ওঠে শিশুরা। শিশু প্রহরে বাবা-মায়ের হাত ধরে গুটি গুটি পায়ে বইমেলায় এসেছে শিশুরা। বিভিন্ন স্টলে সাজিয়ে রাখা রং বেরঙের বই হাতে নিয়ে দেখছে তারা। কেউবা ব্যস্ত বই পড়ায়। মেলার খোলামেলা পরিবেশে শিশুরা ঘুরে বেড়ায় আপন মনে। কেউ কিনছে রূপকথার বই কেউবা ছড়ার আবার কারো পছন্দ বিজ্ঞানের বই। বই পড়ার প্রতি শিশুদের আগ্রহী করতে, মুক্তিযুদ্ধ ও দেশের ইতিহাস ঐতিহ্য সর্ম্পকে জানাতে বইমেলায় আসার কথা বলছেন অভিভাবকরা। শিশু প্রহরে শিশুদের বই ভালো বিক্রি হওয়ায় খুশি বিক্রেতারা। আজকের শিশুরাই আগামী দিনের ভবিষৎ। তাই শিশুদের মানসিক বিকাশে বই পড়ার প্রতি আকৃষ্ট করতে শিশুপ্রহর গুরুত্বপূর্ন ভূমিকা রাখছে বলে মতে মেলায় আগতদের।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি