ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

এক্সেল টে‌লিকমের রি‌জিওনাল পার্টনার মিট শুরু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৩৬, ৪ অক্টোবর ২০১৮ | আপডেট: ২১:৩৭, ৪ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

আঞ্চলিক ব্যবসায়ী‌দের নি‌য়ে রি‌জিওনাল পার্টনার মিট শুরু ক‌রে‌ছে দে‌শের সর্ববৃহৎ গ্লোবাল মোবাইল ব্র্যান্ড ডিষ্ট্রিবিউটর কোম্পানি এক্সেল টে‌লিকম। উত্তরবঙ্গের জেলা রাজশাহী, রংপুর ও গাজীপু‌রে ই‌তিম‌ধ্যে স‌ম্মেলন শেষ ক‌রে‌ছে কোম্পা‌নি‌টি। পর্যায়ক্র‌মে সারা‌দে‌শে স‌ম্মেলন কর‌বে কোম্পা‌নি‌টি।

এক্সেল টেলিকম প্রাইভেট লিমিটেডের ডিরেক্টর অপারেশনস মেজর আব্দুল্লাহ আল মনছুর ভূঞা ব‌লেন, আমরা ই‌তিম‌ধ্যে উত্তরব‌ঙ্গের দুই‌টি জেলা রাজশাহী ও রংপুরে এবং গাজীপুর জেলার ব্যবসায়ী‌দের নি‌য়ে স‌ম্মেলন ক‌রে‌ছি। পর্যায়ক্র‌মে সারা‌দে‌শে আমরা স‌ম্মেলন কর‌বো।

স‌ম্মেল‌নের বিষ‌য়ে তিনি ব‌লেন, আগামী দি‌নে কী ধর‌নের মোবাইল বাজা‌রে আস‌বে তার দিকনি‌র্দেশনা দেয়াই এই সম্মেলনের উদ্দেশ্য। ব্যবসায়ী‌দের কোনো সমস্যা থাক‌লে সে বিষয়গু‌লো নি‌য়ে আলোচনা ক‌রে সমাধান করা হয়।

প্রসঙ্গত, এক্সেল টে‌লিকম বাংলাদেশের মোবাইল ব্র্যান্ড সামসাং-এর ন্যাশনাল ডিস্ট্রিবিউটর। কোম্পা‌নি‌টি বাংলাদশেরে স্বনামধন্য গ্রুপ অব কোম্পানিজ লাববি গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান।

এই সেলস মি‌টের মূল প্র‌তিপাদ্য বিষয় হ‌লো `Move Ahead to Excellence`। সামসাং বাংলাদে‌শের চ্যানেল হেড চৌধুরী শরীফুল আহসান স‌ম্মেল‌নে উপ‌স্থিত থেকে দিকনি‌র্দেশনা দি‌চ্ছেন। কোম্পা‌নি‌টির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানগু‌লো‌তে উপ‌স্থিত থাক‌ছেন।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি