ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

এগার বছরে পা রেখেছে বেসরকারী টেলিভিশন চ্যানেল বাংলাভিশন

প্রকাশিত : ০৯:৫০, ৩১ মার্চ ২০১৬ | আপডেট: ০৯:৫১, ৩১ মার্চ ২০১৬

Ekushey Television Ltd.

দশ বছর শেষে এগার বছরে পা রেখেছে বেসরকারী টেলিভিশন চ্যানেল বাংলাভিশন। বিশিষ্টজনদের সাথে নিয়ে বুধবার রাত ১২.১ মিনিটে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন বাংলাভিশনের ব্যবস্থাপনা পরিচালক। সেসময় বাংলাভিশনের সংবাদ ও অনুষ্ঠানের প্রশংসা করেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ড. ইকবাল সোবহান। তিনি বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে বাংলাভিশন দর্শকের কাছে তার গ্রহণযোগ্যতা অটুট রাখবে। চ্যানেলটির জন্মদিনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ সৈয়দ আনোয়ার হোসেন ও আবুল কাশেম ফজলুল হক। বাংলাভিশনের উত্তোরোত্তর সফলতা কামনা করে শুভেচ্ছা জানান অতিথিরা। এসময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও উপস্থিত ছিলেন।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি