ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

‘এত ভয় কেন’, মমতাকে খোঁচা মোদির

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০৪, ১৩ জানুয়ারি ২০১৯ | আপডেট: ১০:২২, ১৩ জানুয়ারি ২০১৯

লোকসভা ভোটের আগে বিজেপির শেষ বড় সম্মেলনে অমিত শাহ হুঙ্কার দিয়েছিলেন, বাংলায় ক্ষমতায় আসতে তার দল পুরোপুরি তৈরি। গতকাল দিল্লির রামলীলা ময়দানের মঞ্চেও মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে নানা ভাবে তোপ দাগলেন নরেন্দ্র মোদি ও তার দলের অন্যান্য সদস্যরা।

এসময় মোদি বলেন, ‘কংগ্রেস ক্ষমতায় থাকা কালে আমাকে হেনস্থা করতেও সিবিআইকে ব্যবহার করত। কিন্তু তখনও আমি গুজরাটে সিবিআইয়ের প্রবেশের উপরে নিষেধাজ্ঞা জারি করিনি। কিন্তু এখন সে কাজ করেছে পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ, ছত্তীসগঢ়ের মতো কিছু রাজ্য।’

তিনি প্রশ্ন করেন, ‘কেন সিবিআই রাজ্যে যেতে পারবে না? এত ভয় কেন? এমন কী কাজ করেছে যে ঘুম ছুটে গিয়েছে?’

‘আয়ুষ্মান ভারত’ প্রকল্প থেকে পশ্চিমবঙ্গের সরে যাওয়া নিয়েও মমতার সমালোচনা করেছেন মোদি।

তিনি বলেন, ‘আয়ুষ্মান ভারত প্রকল্পে কোথাও নরেন্দ্র মোদির নাম ব্যবহার করা হয়নি। যে সব গরিব রোগীদের চিকিৎসার একান্ত প্রয়োজন তাদের প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় কোনও মমতা দেখাচ্ছেন না।’

মোদি বলেন, বিশ্বের সবচেয়ে বড় ও সার্বিক স্বাস্থ্য পরিষেবা প্রকল্প থেকে সরে দাঁড়িয়ে তিনি কিছু রাজ্যভিত্তিক নেতার দলে ভিড়েছেন। ওই নেতারা মানুষের কল্যাণের চেয়ে রাজনৈতিক পক্ষপাতকে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করেন।’

অমিত শাহ আর অরুণ জেটলিও আক্রমণ করলেন মমতাকে। অমিত শাহ বললেন, ‘বাংলার পরিস্থিতি দিল্লিতে বসে ভাবাই যাবে না। সেখানে বিজেপি কর্মীদের হত্যা করা হচ্ছে, অত্যাচার করা হচ্ছে। বিজেপির সকলের বাংলার টিমের সঙ্গে থাকা উচিত।’

তথ্যসূত্র: আনন্দবাজার

এমএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি