এনসিপির পদযাত্রা আটকাতে গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে ব্যারিকেড
প্রকাশিত : ১২:৪৩, ১৬ জুলাই ২০২৫ | আপডেট: ১২:৫২, ১৬ জুলাই ২০২৫

গোপালগঞ্জে এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কে বিভিন্ন স্থানে গাছ ফেলে টায়ার জ্বালিয়ে বেড়িকেট সৃষ্টি করেছে স্থানীয় আওয়ামী লীগ।
বুধবার (১৬ জুলাই) সকাল থেকে সড়কের বিভিন্ন স্থানে এ দৃশ্য দেখা গেছে।
জানা গেছে, এনসিপি প্রতিনিধি দল বরিশাল থেকে কোটালীপাড়া সড়ক হয়ে গোপালগঞ্জ আসবে এই খবর পেয়ে স্থানীয় আওয়ামী লীগ-ছাত্রলীগের নেতাকর্মীরা আজ সকাল থেকে গোপালগঞ্জ টু কোটালীপাড়া সড়কে গাছ কেটে যান চলাচল বন্ধ করে দেয়।
এছাড়া কাঠি বাজারে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করতে দেখা গেছে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের।
এদিকে, এনসিপি কেন্দ্রীয় কর্মসূচি জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জ পুলিশের গাড়িতে আগুন দেওয়ার পরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাড়ি বহরে হামলা, গাড়ি ভাঙচুর করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।
এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন।
এএইচ
আরও পড়ুন