ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

এফবিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫১, ১৬ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)-এর বার্ষিক সাধারণ সভা ২০১৭-১৮ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ফেডারেশনের বিপুল সংখ্যক সাধারণ পরিষদ সদস্যের উপস্থিতিতে এই সভা অনুষ্ঠিত হয়।

ফেডারেশন সভাপতি মো. শফিউল ইসলাম মহিউদ্দিন সভায় সংগঠনের বর্ষিক প্রতিবেদন পেশ করেন। তিনি আশঙ্কা করে বলেন, বিশ্বব্যাপী বিদ্যমান বাণিজ্য যুদ্ধ ও একতরফা বাণিজ্য নীতি সমর্থনের প্রভাবে চলতি বছরে বিশ্ব বাণিজ্যে প্রবৃদ্ধি এক শতাংশ কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
তিনি বলেছেন, মন্দা কাটিয়ে বিশ্বব্যাপী অর্থনৈতিক প্রবৃদ্ধির ঊর্ধ্বমুখী ধারা বজায় রাখার জন্য ২০১৮ সাল অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলতি বছরে বিশ্ব বাণিজ্যের প্রবৃদ্ধি এক শতাংশ কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বছরের শেষ নাগাদ বিশ্বব্যাপী এই প্রবৃদ্ধি ৩ দশমিক ৯ শতাংশ হতে পারে।
এফবিসিসিআই সভাপতি বলেন, এফবিসিসিআই-এর সাধারণ পরিষদ সদস্যদের প্রতি প্রদত্ত প্রতিশ্রুতি অনুযায়ী দেশের বেসরকারি খাতের উন্নয়নে এফবিসিসিআই-এর বর্তমান পরিচালনা পর্ষদ তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বর্তমান পরিচালনা পর্ষদ নিয়মিত কার্যক্রম ছাড়াও বেশকিছু নতুন কার্যক্রম গ্রহণ করেছে।
সেক্ষেত্রে এফবিসিসিআই ইনস্টিটিউট স্থাপনের উদ্যোগ, ব্যাংক ঋণে সুদের হার একক অংকে নামিয়ে আনার উদ্যোগের কথা তুলে ধরেন শফিউল।
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি