ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

এবার অফিস কার্যক্রম বন্ধ করলো রাবি প্রশাসন

রাবি সংবাদদাতা:

প্রকাশিত : ২০:১১, ১৯ মার্চ ২০২০

মরণব্যাধী করোনা ভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়ার শঙ্কায় এবার অফিস কার্যক্রমও বন্ধ ঘোষণা করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন।  আগামী ২২ থেকে ৩১মার্চ পর্যন্ত বন্ধ থাকবে অফিসের সকল কার্যক্রম। বৃহস্পতিবার (১৯মার্চ) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বাংলাদেশে করোনা ভাইরাসের সার্বিক পরিস্থিতি বিবেচনা বৃহস্পতিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের কনফারেন্স কক্ষে সিন্ডিকেটে জরুরি সভা অনুষ্ঠিত হয়।   

উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ২২ মার্চ থেকে ৩১ মার্চ ২০২০ তারিখ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। অফিস বন্ধের সময়ে ইতিপূর্বে ঘোষিত ৩য় ও ৪র্থ শ্রেণির সকল প্রকার নিয়োগের সাক্ষাৎকার ও পরীক্ষা স্থগিত থাকবে।

ইতিপূর্বে করোনা ভাইরাস সংক্রমনের শঙ্কায় গত ১৮ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত  বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা ও আবাসিক হলসমূহ বন্ধ ঘোষণা করা হয়।  

আরকে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি