ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

এবার আল জাজিরায় ঢাকার ‘মার্চ ফর গাজা’র খবর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৩০, ১৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

গাজায় চলমান ইসরাইলি আগ্রাসন এবং মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে ঢাকায় আয়োজিত বিশাল ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি আন্তর্জাতিক মহলে ব্যাপক সাড়া ফেলেছে। মধ্যপ্রাচ্যভিত্তিক প্রভাবশালী সংবাদমাধ্যম আল জাজিরাসহ বিশ্বের একাধিক নামি সংবাদপত্র এ প্রতিবাদ সমাবেশের খবর প্রকাশ করেছে।

রোববার (১৩ এপ্রিল) এ সংক্রান্ত খবর প্রকাশ করে আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, গতকাল (শনিবার) বাংলাদেশের রাজধানী ঢাকায় ব্যাপক বিক্ষোভ হয়েছে, যেখানে লাখো অংশগ্রহণকারী ফিলিস্তিনি পতাকা উত্তোলন করেছেন। পাশাপাশি, ইসরাইলি গণহত্যার নিন্দা জানিয়ে স্লোগান দিয়েছেন অংশগ্রহণকারীরা।
 
এর আগে, ঢাকার এই ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি নিয়ে দেশের গণমাধ্যমের পাশাপাশি খবর প্রকাশ করে প্রভাবশালী সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) এবং ওয়াশিংটন পোস্ট, দ্য ইন্ডিপেনডেন্ট ও আরব নিউজের মতো বেশ কিছু বিদেশি সংবাদমাধ্যম। 
 
আরব নিউজের খবরে দাবি করা হয়েছে, ঢাকার সমাবেশে অংশ নিয়েছিলেন ১০ লাখের বেশি মানুষ। এটাকে বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসে ফিলিস্তিনের পক্ষে সবচেয়ে বড় সংহতি সমাবেশ হিসেবে বর্ণনা করা হয়েছে। 
 
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্টের দাবি, সমাবেশে প্রায় এক লাখ মানুষ অংশ নিয়েছেন। এতে বিএনপিসহ ইসলামপন্থি দলগুলোর সমর্থনের কথা উঠে এসেছে প্রতিবেদনে।
 
ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়েছে, বাংলাদেশের রাজধানীতে লাখো মানুষ ইসরাইলবিরোধী সমাবেশে অংশ নিয়েছেন এবং গাজায় ইসরাইলি সামরিক আগ্রাসনের প্রতিবাদ জানিয়েছে। 

এছাড়াও, বাংলাদেশের ফিলিস্তিনপন্থি সমাবেশের খবর প্রকাশ হয়েছে টাইমস অব ইসরাইলেও।


এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি