ঢাকা, বৃহস্পতিবার   ০৮ মে ২০২৫

এবার লন্ডনে ছুরি নিয়ে হামলা

প্রকাশিত : ১১:২৩, ৪ আগস্ট ২০১৬ | আপডেট: ১১:২৩, ৪ আগস্ট ২০১৬

Ekushey Television Ltd.

এবার যুক্তরাজ্যের লন্ডনে ছুরি নিয়ে হামলার ঘটনা ঘটে। এতে নিহত হয়েছে একজন। আহত হয়েছে আরো ৫ জন। স্থানীয় সময় বুধবার রাত সাড়ে ১০টার দিকে রাসেল স্কয়ারে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে এক ব্যক্তি ছুরি নিয়ে লোকজনের ওপর হামলা শুরু করে। এর প্রায় ১০ মিনিটের মধ্যেই আটক করা হয় ওই হামলাকারীকে। হামলার কারণ এখনও স্পষ্ট নয়, তবে প্রাথমিকভাবে একে সন্ত্রাসী হামলা মনে করছে পুলিশ। ইউরোপে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার প্রেক্ষিতে লন্ডনে নিরাপত্তা জোরদার করা হচ্ছে- এ ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই এ হামলার ঘটনা ঘটলো।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি