এবারও জমজমাট রাজধানীর বেইলি রোডের ইফতার বাজার
প্রকাশিত : ১৯:১৯, ৩১ মে ২০১৭ | আপডেট: ১৯:৫২, ৩১ মে ২০১৭

এবারও জমজমাট রাজধানীর বেইলি রোডের ইফতার বাজার। দুপুরের পর থেকেই সড়কের দুই পাশ, রেস্তোরাগুলোয় ব্যস্ততা রকমারি ইফতারির সওদা তৈরি নিয়ে। পছন্দের ইফতার পন্য পাওয়ায় সন্তুষ্ট ক্রেতারা। তেমনি বেচা-বিক্রি ভালো হওয়ায় বিক্রেতারাও খুশি। তবে দাম নিয়ে অভিযোগ করেছেন কেউ কেউ।
রাজধানীর বেইলি রোড! রোজ যেন ইফতারি পাড়া। দুপুর গড়ালেই রেস্তোরাঁগুলো ব্যস্ত নানা পদের ইফতার সামগ্রি বিক্রিতে। পরিবারের সদস্যদের নিয়েই অনেকেই কিনছেন ইফতার।
পুরান ঢাকার ঐতিহ্য ও নতুন ঢাকার আভিজাত্যের সমন্বয়ে ইফতার সামগ্রীর পসরা সাজিয়েছে দোকানিরা। তারা বলছেন, সুস্বাদু খাবারের ঐতিহ্যের সাথে জড়িয়ে আছে বেইলি রোডের নাম।
চিকেন চপ, বিফ স্টিক, শামি কাবাব, রেশমি কাবাব, সুতিকাবাব, গরু চাপ, কিমা, কলিজা, মগজ, দই বড়া, ছাড়াও আছে বাহারি ইফতার।
বিক্রেতারা বলেেছন, দাম স্বাভাবিক। তবে এর সাথে একমত নন অধিকাংশ ক্রেতা।
আরও পড়ুন