ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

এমন অনেক ট্রাম্পকে আমরা মাটিতে পুঁতেছি: এসমাইল ঘানি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩৬, ১৪ অক্টোবর ২০১৭

ইরানের সঙ্গে বহুল আলোচিত পারমাণবিক চুক্তি থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরে আসার হুমকিতে বেজায় ক্ষেপেছে ইরান। দেশটির সামরিক বাহিনী কুদস ফোর্সের ডেপুটি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এসমাইল ঘানি তো সরাসরিই মৌখিক আক্রমণ করে বসেছেন ট্রাম্পকে। পাল্টা হুমকির দিয়ে তিনি বলেছেন, ‘এমন অনেক ট্রাম্পকে আমরা মাটিতে পুঁতেছি।’

শুক্রবার ট্রাম্পের ওই হুমকির পরে কুদস ফোর্সের ডেপুটি কমান্ডার ব্রিগেডিয়ার পাল্টা এ হুমকি দেন।

ঘানি বলেন, ‘আমরা যুদ্ধবাজ দেশ নই। ইরানের বিরুদ্ধে কোনো ধরনের সামরিক পদক্ষেপ নিলে আফসোস করতে হবে। ইরানকে ট্রাম্পের হুমকি যুক্তরাষ্ট্রেরই ক্ষতি করবে। আমরা এমন অনেক ট্রাম্পকে মাটিতে পুঁতেছি। আর এটাও জানি কীভাবে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধের মাঠে নামতে হয়।’

এর আগে শুক্রবারেই ইরান সরকারকে ‘অতি গোঁড়া’ আখ্যায়িত করে দেশটির সঙ্গে পরমাণু চুক্তি থেকে সরে আসার হুমকি দেন ট্রাম্প। এ সময় তিনি ইরানকে ‘সন্ত্রাসের পৃষ্ঠপোষক’ বলেও মন্তব্য করেন । এছাড়া দেশটির ওপর নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনার কথাও জানান মার্কিন প্রেসিডেন্ট।

ট্রাম্প আরো বলেন, ২০১৫ সালে বিশ্ব শক্তিগুলোর সঙ্গে করা চুক্তির শর্তগুলো ইতিমধ্যেই লঙ্ঘন করেছে ইরান।

তবে এই চুক্তির মধ্য দিয়ে পারমাণবিক স্থাপনায় পরমাণু সমৃদ্ধকরণ কমিয়ে এনেছিল ইরান। বিনিময়ে ইরানের ওপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছিল।

চুক্তির শর্তগুলো ইরান পুরোপুরি মেনে চলছে বলে জানায় আন্তর্জাতিক পর্যবেক্ষকরাও।

তবে ট্রাম্প এই চুক্তি থেকে সম্পূর্ণভাবে সরে আসবেন বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ ট্রাম্প স্পষ্ট করে বলে দিয়েছেন যে, কংগ্রেস যদি চুক্তির বিষয়ে কোনো সিদ্ধান্ত না নেয়, তাহলে তিনি নিজেই সেটি বাতিল করবেন।

 

সূত্র: তাসনিম নিউজ এজেন্সি

এমআর/এআর


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি