ঢাকা, রবিবার   ২৬ অক্টোবর ২০২৫

এমপিওভুক্ত শিক্ষকদের বেতন সাবমিটে নতুন তথ্য

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩৮, ২৬ অক্টোবর ২০২৫ | আপডেট: ১৪:০৬, ২৬ অক্টোবর ২০২৫

Ekushey Television Ltd.

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অক্টোবর মাসের বেতন বিল সাবমিটের জন্য নতুন লিংক দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। 

 আজ রোববার (২৬ অক্টোবর) মাউশির এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সেলের এক প্রোগ্রামার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা apps.emis.gov.bd এই লিংকে প্রবেশ করে আগের নিয়মে বেতন বিল সাবমিট করতে পারবেন। আগামীকাল সোমবার পর্যন্ত এ লিংকে প্রবেশ করে বেতন-ভাতার বিল জমা দেওয়া যাবে।

মাউশি সূত্রে জানা গেছে, কারিগরি উন্নয়নের জন্য ইএমআইএস সেলের সার্ভার সাময়িক সময়ের জন্য বন্ধ রয়েছে। তবে ইএফটিতে বেতন বিল সাবমিটের জন্য নতুন লিংক দেওয়া হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানরা apps.emis.gov.bd এই লিংকে প্রবেশ করে আগের নিয়মে বেতন বিল সাবমিট করতে পারবেন।

আগামীকাল সোমবার মূল সার্ভার সচল করার ব্যাপারে আশাবাদী তারা।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি