এমপিওভুক্তির ঘোষণা ছাড়া বাড়ি ফিরবেন না শিক্ষকরা
প্রকাশিত : ১৫:৫৭, ৩ জানুয়ারি ২০১৮ | আপডেট: ১৯:০০, ৪ জানুয়ারি ২০১৮
সুনির্দিষ্ট ঘোষণার মাধ্যমে এমপিওভুক্তির ব্যাপারে নিশ্চিত না হয়ে বাড়ি ফিরবেন না এমপিওভুক্তির দাবিতে আন্দোলনরত শিক্ষকরা। তারা অভিযোগ করে বলেন, গত ২৬ ডিসেম্বর থেকে শুরু হয়ে চলা টানা নয়দিনের আন্দোলন কর্মসূচীতে সরকারের পক্ষ থেকে এখনও আশানুরুপ কোন আশ্বাস পাওয়া যায়নি। বুধবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আমরণ অনশন কর্মসূচী পালনকালে শিক্ষক নেতারা এ সব কথা জানান।
নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশন আয়োজিত এ আমরণ কর্মসূচী পালনকালে শিক্ষক নেতারা বলেন, আমরণ অনশন পালনে ফেডারেশনের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ প্রায় ৫০ জন শিক্ষক অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে অনেকে সুস্থ হয়ে ফিরে আবারো অনশনে যোগ দিয়েছেন। এছাড়াও বিভিন্ন জেলা থেকে আগত নতুন করে আরো অনেক শিক্ষক-কর্মচারী আন্দোলনে যোগ দিয়েছেন।
ফেডারশেনের সভাপতি অধ্যক্ষ গোলাম মাহমুদুন্নবী ডলার গত মঙ্গলবার বিকাল ৩টায় অসুস্থ্য হয়ে পড়েন। এরপর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে তার চিকিৎসা করানো হয়। একটু সুস্থ্ অনুভব করলে আবারো এদিন রাত ৮টায় অনশনে যোগদেন তিনি।
সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ ড. বিনয় ভূষণ রায় একইভাবে মঙ্গলবার অসুস্থ্ হয়ে পড়েন। ফেডারেশনের দুই শীর্ষ শিক্ষক নেতাকে অনশন স্থলেই এখন স্যালাইন দেওয়া হচ্ছে বলে জানান ফেডারেশনের যুগ্মসাধারণ সম্পাদক মোকাররম হোসেন।
দিনাজপুর থেকে আসা এ শিক্ষক নেতা বলেন, আমাদের ভিতরে অনশন করে অসুস্থের হার অনেক বেড়ে যাচ্ছে। আর অনশণ করতে পারছে না। তারপরও আমরা আরও ২ থেকে ৩দিন দেখবো সরকারের পক্ষ থেকে এমপিওভুক্তির কোন সুস্পষ্ট ঘোষণা আসে কী না। যাদি না আসে আমরা বাড়ী ফিরে যাবো না। আত্মাহুতির সিদ্ধান্ত নিব।
তিনি বলেন, আমরা আশা করি পরিস্থিতি সে পর্যায়ে যেতে দিবেন না আমাদের প্রধানমন্ত্রী। তিনি আমাদের সন্তোষজনক ঘোষণা দিবেন। আমরা তার হস্তক্ষেপ কামনা করছি। যতক্ষণ তার হস্তক্ষেপ না আসে ততক্ষণ সারাদেশের শিক্ষকদের আন্দোলনে এসে যোগ দেওয়ার আহবান জানান তিনি।
ফেডারেশনের সভাপতি বলেন, শিক্ষামন্ত্রী আমাদের এখানে আসায় আমরা তাকে ধন্যবাদ জানাই। কিন্তু তার বক্তব্য সুস্পষ্ট না হওয়ায় অনশনরত শিক্ষকরা তার আশ্বাসকে প্রত্যাখ্যান করেছেন।
উল্লেখ্য, এমপিওভুক্তি, সহকারী শিক্ষকদের মতো বেতন, বাসা ভাড়া ও চিকিৎসা ব্যয় পাওয়াসহ বিভিন্ন দাবি সংবলিত প্ল্যাকার্ড, ফেস্টুনে ‘মা ভাত দাও’, মা ‘এমপিও চাই’ ‘করুণা নয় নিজেদের অধিকার চাই’ এমন বিভিন্ন স্লোগান লেখা হাতে নিয়ে ও শরীরে সাদা টি-শার্টে পরে প্রেসক্লাবের সামনে বসে আমরণ অনশন করছেন শিক্ষক কর্মচারীরা।
আর
আরও পড়ুন