ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

এমপিওভুক্তির দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৩৫, ২৮ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে বৃহস্পতিবার তৃতীয় দিনেও আন্দোলন অব্যাহত রেখেছেন শিক্ষক-কর্মচারীরা। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশন এ অবস্থান কর্মসূচি পালন করছে। দাবি আদায়ে প্রয়োজনে আরও কঠোর আন্দোলনে যাবে বলে ফেডারেশনের নেতারা জানিয়েছেন।

ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ গোলাম মাহমুদুন্নবী ডলার বলেন, ন্যায্য দাবিতে গত তিনদিন ধরে শিক্ষক-কর্মচারীরা রাস্তায় নেমে আন্দোলন চালিয়ে যাচ্ছি। আজ পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো আশার বাণী শোনা যায়নি। আমরা এ ব্যাপারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করাছি। তা না হলে দাবি আদায়ে আমরণ অনশনসহ কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব।

গত মঙ্গলবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার তৃতীয় দিনেও তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আন্দোলনকারী সহস্রাধিক শিক্ষক-কর্মচারী তাদের শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্তি, সহকারী শিক্ষকদের মতো বেতন, বাসা ভাড়া ও চিকিৎসা ব্যয় পাওয়াসহ বিভিন্ন দাবি সম্বলিত প্লাকার্ড হাতে নিয়ে এতে অংশ নিয়েছেন। সকাল থেকেই তারা অবস্থান কর্মসূচি পালন করছেন।

ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ বিনয় রায় বলেন, দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে কর্মরত ৮০ হাজারেরও অধিক শিক্ষক-কর্মচারী রয়েছে। প্রায় ১৫ বছর ধরে তারা মানবেতর জীবনযাপন করে শিক্ষাকতা করে আসছেন। আমাদের ক্যাটাগরি পূরণ হলেও এমপিও প্রদানে শুধু আশ্বাস ছাড়া আর কিছু দেয়া হচ্ছে না। আমরা আমাদের যৌক্তিক দাবি পূরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি হস্তক্ষেপ কামনা করি।
অবস্থান কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক মো. শফিকুল ইসলাম, দফতর সম্পাদক অধ্যক্ষ মো. দবিরুল ইসলাম, মুক্তিযোদ্ধা আকরাম খান প্রমুখ বক্তব্য রাখেন।

 

আরকে//এসএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি