ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

জাতীয় বিশ্ববিদ্যালয়

এমফিল ও পিএইচডি ভর্তির তালিকা প্রকাশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩৩, ৫ অক্টোবর ২০১৭ | আপডেট: ১৮:৫৭, ৫ অক্টোবর ২০১৭

Ekushey Television Ltd.

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে এমফিল পিএইচডি প্রোগ্রামে ভর্তির জন্য নির্বাচিতদের তালিকা প্রকাশ করা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ভর্তির জন্য লিখিত ও মৌখিক পরীক্ষা, প্ল্যান অব স্টাডিজ ও অন্যান্য বিষয়াদি মূল্যায়নের মাধ্যমে বিভিন্ন বিষয়ে এমফিল প্রোগ্রামে ৩৭ এবং পিএইচ ডি প্রোগ্রামে চারজনকে নির্বাচন করা হয়েছে।

নির্বাচিত প্রার্থীদের ৪ অক্টোবর থেকে ১৫ অক্টোবরের মধ্যে সোনালী ব্যাংকের যে কোনো শাখায় সোনালী সেবার মাধ্যমে ভর্তি ফি জমা দিতে হবে। তাদের গবেষণা কার্যক্রম শুরু হবে আগামী ১৭ অক্টোবর থেকে।

বিস্তারিত তথ্যের জন্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটের (www.admissions.nu.edu.bd অথবা nu.edu.bd/admissions) Master’s  অপশন থেকে জানা যাবে।

 

আর/এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি