ঢাকা, শনিবার   ০৪ মে ২০২৪

এস-৪০০ কিনলে মারাত্মক পরিণতি হবে তুরস্কের : আমেরিকা

প্রকাশিত : ১৪:০২, ৯ মার্চ ২০১৯

মার্কিন প্রতিরক্ষা দফতরের মুখপাত্র চার্লি সামার্স হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ‘তুরস্ক যদি এস-৪০০ নেয় তবে আমেরিকার সঙ্গে বিরাজমান সামরিক সম্পর্কের ক্ষেত্রে দেশটিকে মারাত্মক পরিণতি ভোগ করতে হবে। এর পরিণাম মার্কিন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র এবং এফ-৩৫ যুদ্ধবিমানের ক্ষেত্রেও পড়বে।

পরিষ্কার ভাষায় তিনি বলেন, এমন যদি হয় তবে মার্কিন এফ-৩৫ বিমান পাবে না তুরস্ক। এ ছাড়া, মার্কিন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থাও যেন তুরস্ক কিনতে না পারে সে পদক্ষেপ নেয়া হতে পারে।

মার্কিন ইউরোপীয় কমান্ডের প্রধান কার্টিস স্ক্যাপারিয়টি কংগ্রেসকে পরামর্শ দিয়েছেন যে আঙ্কারা যদি এস-৪০০ কেনার পরিকল্পনা নিয়ে এগোতে থাকে তবে তুরস্ককে এফ-৩৫ যুদ্ধবিমান দেয়া থেকে আমেরিকাকে বিরত থাকা উচিত। এরপরই তুরস্কের প্রতি হুশিয়ারি উচ্চারণ করলেন মার্কিন প্রতিরক্ষা দফতরের মুখপাত্র।

এদিকে, তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান মঙ্গলবার ঘোষণা করেছেন, আঙ্কারা কোনো অবস্থায়ই এস-৪০০ কেনার চুক্তি বাতিল করবে না। পাশাপাশি, এস-৫০০ কেনার বিষয়টি তুরস্ক খতিয়ে দেখবে বলেও জানান তিনি।

সূত্র : পার্সটুডে

এসএ/

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি