ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

এসআইবিএলের এএমডি তওহীদ উল আলম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:১৭, ২ অক্টোবর ২০১৮ | আপডেট: ১০:১৬, ৩ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের (এসআইবিএল) অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হিসেবে যোগ দিয়েছেন কাজী তওহীদ উল আলম। সম্প্রতি তিনি এই পদে যোগ দেন।

এর আগে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও বিনিয়োগ উইংয়ের প্রধানের দায়িত্ব পালন করেন কাজী তওহীদ।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞানে অনার্সসহ স্নাতকোত্তর করা কাজী তওহীদ উল আলম ব্যাংক অব ক্রেডিট অ্যান্ড কমার্স ইন্টারন্যাশনাল (ওভারসিজ) লিমিটেড (বর্তমানে ইস্টার্ন ব্যাংক), ব্যাংক ইন্দোসুয়েজ ও ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

৩২ বছরের বর্ণাঢ্য ব্যাংকিং ক্যারিয়ারে তিনি ব্যাংকের বিভিন্ন বিষয়ের ওপর গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ ও সেমিনারে অংশগ্রহণের লক্ষ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, নেদারল্যান্ডস, বেলজিয়াম, ফ্রান্স, ইতালিসহ বিভিন্ন দেশ ভ্রমণ করেন।

সংবাদ বিজ্ঞপ্তি।

//এস এইচ এস//

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি