ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫

এসকেএম জুট মিলের মহা ব্যবস্থাপক জসিম উদ্দিন আর নেই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৫১, ২ এপ্রিল ২০১৮ | আপডেট: ২৩:৫৫, ২ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

রাষ্ট্রায়ত্ত পাটজাত পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান এসকেএম জুট মিলের মহা ব্যবস্থাপক মো. জসিম উদ্দিন (৬৫) ইন্তেকাল করেছেন। সোমবার (২ এপ্রিল) বিকেল ৫টায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহে... রাজেউন।)   

মো. জসিম উদ্দিনের বাড়ি চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলার রহমত নগর গ্রামে। তার ছোট ভাই মো. নিজাম উদ্দিন ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এ্যালবীয়ন ল্যাবরেটরীজ লি: এর স্বত্ত্বাধিকারী।

মঙ্গলবার সকালে তার নিজ বাড়ীতে নামাজে জানাযা সম্পন্ন হওয়ার কথা রয়েছে। 

মো. জসিম উদ্দিনের মৃত্যুতে শোক জানিয়েছেন স্থানীয় সাংসদ আলহাজ্ব দিদারুল আলম, উপজেলা চেয়ারম্যান এস এম আল মামুন, কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মোস্তফা কামাল চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবদুল্লাহ আল বাকের ভুঁইয়া, সীতাকুন্ড সমিতি-চট্টগ্রামের সভাপতি মো. গিয়াসউদ্দিন, পৌর মেয়র আলহাজ্ব বদিউল আলমম।

আআ/এসি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি