ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

এসপানিওলের বিপক্ষে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ

প্রকাশিত : ১৬:১৮, ১৮ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৬:১৮, ১৮ ফেব্রুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

স্প্যানিশ লা লিগায় রাতে এসপানিওলের বিপক্ষে মাঠে নামছে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদ। রিয়ালের মাঠ এস্তাদিও সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সোয়া ৯টায়। চলতি আসরে এপর্যন্ত ২০ ম্যাচ খেলে ১৫টি জয় ৪টি ড্র ও একটিতে হেরেছে রিয়াল। ৪৯ পয়েন্টে টেবিলের শীর্ষে অবস্থ্ধাসঢ়;ন করছে জিদানের শিষ্যরা। প্রতিপক্ষ এসপানিওলের বিপক্ষে শেষ পাঁচ ম্যাচের সবগুলোতেই জয় পেয়েছে রোনালদো, বেল, বেনজেমারা। আর নিজেদের অবস্থান ধরে রাখলে এই ম্যাচেও সেরাটুকু দিয়েই খেলবে তারা। এদিকে, রিয়াল শক্তিশালি দল হলেও তাদের হারিয়ে ঘুরে দাঁড়াতে চায় এসপানিওল।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি