ঢাকা, শনিবার   ১৯ জুলাই ২০২৫

এসবিএসি ব্যাংকের চেয়ারম্যান হলেন এস.এম.আমজাদ হোসেন

প্রকাশিত : ১৮:১৭, ১০ ফেব্রুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স (এসবিএসি) ব্যাংকের পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এস. এম. আমজাদ হোসেন।

রোববার ব্যাংকের মতিঝিলস্থ প্রধান কার্যালয়ে ব্যাংকের ৮৭তম পরিচালনা পর্ষদ সভায় সর্বসম্মতিক্রমে তিনি আগামী তিন বছরের জন্য চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি ২০১৩ সালে শুরু হওয়া এসবিএসি ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান।  

উল্লেখ্য, দেশের বিশিষ্ট ব্যবসায়ী এস. এম. আমজাদ হোসেন লখপুর গ্রুপের কর্ণধার। তিনি হিমায়িত খাদ্য শিল্পখাতের শীর্ষ উদ্যোক্তা হিসেবে বাংলাদেশ ফ্রোজেন ফুডস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ও ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের পরিচালক ছিলেন। এস. এম. আমজাদ হোসেন সিআইপি (রফতানি) মর্যাদায় আসীন।

উল্লেখ্য, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিং বিভাগ থেকে অনার্সসহ এম.কম ডিগ্রি লাভের পর পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠান লখপুর গ্রুপে  সম্পৃক্ত হন। তাঁর নেতৃত্বে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন লখপুর গ্রুপ ৩৬ বছরেরও অধিক সময় ধরে সী-ফুড শিল্পখাতে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে। তার ব্যবসা-বাণিজ্য প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, পাটজাত পণ্য, সিরামিক, শিপিং, পরিবেশবান্ধব ব্রিক ফিল্ডসহ দেশি ও আন্তর্জাতিক পর্যায়ের ট্রেডিংয়ে বিস্তৃত। ব্যবসায়িক সফলতার পাশাপাশি দেশের শিক্ষা, সমাজসেবা, ক্রীড়া এবং স্বাস্থ্যসেবায় তাঁর অনেক অবদান রয়েছে।

কেআই/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি