ঢাকা, সোমবার   ০৫ মে ২০২৫

ওবায়দুল কাদেরের আরোগ্য কামনায় কবি নজরুলে দোয়া

প্রকাশিত : ২০:০৬, ৩ মার্চ ২০১৯

Ekushey Television Ltd.

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের দ্রুত আরোগ্য কামনায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.এ এইচ এম মোস্তাফিজুর রহমান এর নির্দেশে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার আছরের নামাজের পর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মসজিদের স্থায়ী ইমাম দোয়া মাহফিল পরিচালনা করেন।

বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ কমিটির সভাপতি ড. শেখ সুজন আলী একুশে টেলিভিশন অনলাইনকে বলেন, মসজিদে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের দ্রুত সুস্থতা কামনা করেছে বিশ্ববিদ্যালয় পরিবার।

কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি