‘ওয়ান স্টপ সার্ভিস’ চালু করবে রাজউক
প্রকাশিত : ২১:১৩, ২৪ জুলাই ২০১৭

আবাসন খাতের উদ্যোক্তাদের দীর্ঘদিনের দাবি ওয়ানস্টপ সেবা চালুর বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
গতকাল রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) নতুন চেয়ারম্যান মো. আব্দুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে রিয়েল এস্টেট এ্যান্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) নেতৃবৃন্দকে এ আশ্বাস দেন তিনি।
প্রসঙ্গত, এর আগে বাণিজ্য মন্ত্রণালয় একটি পরিপত্র জারি করে। পরিপত্রে বলা হয়, রিহ্যাব সদস্য ছাড়া কোনো ডেভেলপার রিয়েল এস্টেট ব্যবসা করতে পারবে না।
রাজউক চেয়ারম্যান বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের পরিপত্রসহ লিখিত আবেদন করলে রিহ্যাবের সদস্য ছাড়া কোনো ডেভেলপার ব্যবসায়ীকে প্ল্যান পাস করতে দেওয়া হবে না।
সোমবার রাজউক কার্যালয়ে রিহ্যাব সহসভাপতি (প্রথম) লিয়াকত আলী ভূইয়ার নেতৃত্বে রিহ্যাবের ১০ সদস্যের একটি প্রতিনিধি দল রাজউক চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
এ সময় লিয়াকত আলী ভূইয়া দ্রুত ওয়ানস্টপ সার্ভিস চালু করার জন্য রাজউক চেয়ারম্যানের কাছে দাবি জানান। এছাড়া রিহ্যাব সদস্য ছাড়া কোনো ডেভেলপারকে যেন রাজউকের নিবন্ধন এবং প্ল্যান পাস করতে না দেওয়া হয় সে বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেন।
এ সময় রিহ্যাবের পরিচালক ও বিল্ডিং স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান স্থপতি এ কে এম কামরুজ্জামান, রিহ্যাব পরিচালক কামাল মাহমুদ, বিল্ডিং স্ট্যান্ডিং কমিটির কো-চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ মহিউদ্দিন শিকদার, পরিচালক প্রকৌশলী মো. আল আমিন, মো. শাকিল কামাল চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
আর/ডব্লিউএন
আরও পড়ুন