ঢাকা, মঙ্গলবার   ০৫ আগস্ট ২০২৫

ওয়াসার পানি ফুটাতেই দিনে ৫৮ কোটি টাকার গ্যাস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১৫, ৮ জুলাই ২০১৭ | আপডেট: ২০:৩৭, ৮ জুলাই ২০১৭

Ekushey Television Ltd.

রাজধানীবাসী দীর্ঘদিন ধরেই ঢাকা ওয়াসার পানি ফুটিয়ে পান করেন। তাদের অভিযোগ ওয়াসার পানিতে জীবাণু থাকায় সরাসরি পান করা যায় না। আর নগরবাসীর পানি ফুটানোর কারণে প্রতিদিন গ্যাস পোড়ে ৫৮ কোটি টাকার। তবে ওয়াসার দাবি, পানিতে কিছু সমস্যা থাকলেও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয়।

নগরবাসীর অভিযোগ, ঢাকা ওয়াসার অবহেলার কারণেই নগরবাসী ময়লা, দুর্গন্ধ ও দূষিত পানি পায়। দুর্গন্ধের কারণে পানি ব্যবহারের অনুপযুক্ত হয়। আর পানি ফুটিয়ে পান করলে দুর্গন্ধ দূর হয়।

তিতাসের তথ্য অনুযায়ী, রাজধানীতে প্রায় ১৭ লাখ ৬৯ হাজার বাড়িতে গ্যাসের (এক ও দুই চুলা) সংযোগ দেওয়া আছে। এক চুলায় প্রতি ঘণ্টায় ১২ কিউবিক ঘনমিটার গ্যাস পোড়ে আর দুই চুলায় প্রতি ঘণ্টায় পোড়ে ২১ কিউবিক ঘনমিটার।

আর বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন সম্প্রতি প্রতি ঘনমিটার গ্যাসের দাম নির্ধারণ করেছে ৩২ টাকা। আর রাজধানীবাসী গড়ে প্রতিদিন যদি আধা ঘণ্টা করে পানি ফুটায়, তবে গড়ে দিনে তারা প্রায় ১ কোটি ৮ লাখ ঘনমিটার গ্যাস পোড়ায়। যার আর্থিক মূল্য ৫৮ কোটি টাকা। সূত্র: ইউএনবি।

আর/ডব্লিউএন

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি