ঢাকা, মঙ্গলবার   ০৫ আগস্ট ২০২৫

নানা আয়োজনে সাভার-জাহাঙ্গীরনগরে ৩৬ জুলাই পালন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:০৪, ৫ আগস্ট ২০২৫

Ekushey Television Ltd.

নানা আয়োজনে সাভার ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সারাদিনব‍্যাপী পালিত হয়েছে  ৩৬ জুলাইয়ে ফ‍্যাসিস্ট হাসিনার পলায়ন ও পতন দিবস । মঙ্গলবার (৫ আগস্ট) দিনব্যাপি ‘ফ‍্যাসিস্ট হাসিনার বিদায় ও গণতন্ত্র পুনরুদ্ধারের বিজয়’এই স্লোগানকে প্রতিপাদ্য করে নানা কর্মসূচি পালন করা হয়। 

কর্মসূচির মধ্যে ছিল, বিজয় র‍্যালী, শহীদদের আত্নত‍্যাগকে স্মরণ করে দোয়া ও ফুলেল শ্রদ্ধা, শহীদদের পরিবারকে সম্মামনা, জুলাই আন্দোলনের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ইত্যাদি।

বেলা সাড়ে ১১ টার দিকে সাভারের সাবেক সংসদ সদস‍্য ডাঃ দেওয়ান সালাউদ্দিনের নেতৃত্বে নয়ারহাট এলাকা হতে ঢাকা আরিচা মহাসড়ক হয়ে একটি বিজয় র‍্যালী গণস্বাস্থ্য মোড়ে শেষ হয়। 

এছাড়াও সাভার বাসষ্ট‍্যান্ড, থানা স্ট‍্যান্ড, হেমায়েতপুর সংলগ্ন মহাসড়কে  বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ পৃথক র‍্যালী করে। 

এছাড়াও নানা রঙ ছিটিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দুপুরে একটি বিজয় র‍্যালী ক‍্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভাইস চ‍্যান্সেলর অধ্যাপক কামরুল আহসানসহ বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এসএস//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি