ঢাকা, সোমবার   ১৩ মে ২০২৪

ওয়াসিম জাফরের জন্মদিন আজ

প্রকাশিত : ১৯:৪৩, ১৬ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৯:৪৩, ১৬ ফেব্রুয়ারি ২০১৭

ওয়াসিম জাফর ভারতীয় ক্রিকেট দলের সাবেক এই টেস্ট ক্রিকেটারের জন্ম ১৯৭৮ সালের ৬ই ফেব্রুয়ারী। আর্šÍজাতিক খেলায় নিয়মিত না হলেও যখনই মাঠে নামেন তখনই মাঠ কাঁপান ভারতীয় অলরাউন্ডার ওয়াসিম জাফর। বল হাতে তেমন সফলতা না পেলেও তবে ব্যাটিং নৈপূন্যে দেখিয়েছেন তিনি। ওপেনার হিসেবে আদর্শ মানেন দলের সাবেক অধিনায়ক আজহার উদ্দিনকে। আন্তর্জাতিক অঙ্গনে বেশীদিন খেলতে না পারলেও নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন তিনি। ওয়াসিম জাফরের খেলায় অভিষেক হয়েছিল স্কুল জীবনে। সেসময়ই ওপেনিং জুটিতে এনেছিলেন চার’শ রান। ১৫ বছর বয়সেই প্রথম শ্রেণীর ক্রিকেটে ব্যক্তিগত তিন শতাধিক রানের রেকর্ড গড়েন তিনি। ২০০০ সালে সাউথ আফ্রিকার বিপক্ষে খেলার মধ্য দিয়ে টেস্ট ক্রিকেটে যাত্রা শুরু ওয়াসিমের। ২০০৬ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ডাবল সেঞ্চুরী করেন এই ডানহাতি ব্যাটসম্যান। শেষ টেস্ট প্রোটিয়াদের বিপক্ষেই খেলেছেন ২০০৮ সালে। তবে ২০০৬ সালে ওয়ানডেতে অভিষেক হয় তাঁর। আর এখানেও প্রতিপক্ষ ছিল প্রোটিয়ারাই। বর্তমানে ঘরোয়া ক্রিকেটেই নিজেকে ব্যস্ত রেখেছেন তিনি। সম্প্রতি ঘরোয়া ক্রিকেটে দারুন সময় কাঠছে এই অভিজ্ঞ ক্রিকেটারের। ক্যারিয়ারে ৩১টি টেস্ট খেলে ১৯৪৪ রানে সেঞ্চুরি ৫ ও হাফ সেঞ্চুরি পেয়েছেন ১১টি। সাদা জার্সিতে সর্বোচ্চ রান করেন ২১২।
Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি