ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

কক্সবাজারে নির্মিত হতে যাচ্ছে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস টার্মিনাল

প্রকাশিত : ১৮:৪৭, ৩১ মার্চ ২০১৬ | আপডেট: ১৯:০২, ৩১ মার্চ ২০১৬

Ekushey Television Ltd.

দেশে প্রথম বারেরমত, কক্সবাজারে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস-এলএনজি টার্মিনাল নির্মিত হতে যাচ্ছে। এ উপলক্ষে পেট্রোবাংলার সঙ্গে সিঙ্গাপুরভিত্তিক অ্যাস্ট্রা অয়েল অ্যান্ড এক্সিলারেট কনসোর্টিয়ামের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। প্রতিদিন ৫০ কোটি ঘনফুট গ্যাসের সমপরিমাণ এলএনজি আমদানি করে এই টার্মিনালের মাধ্যমে তা পুনরায় গ্যাসে রূপান্তরিত করে জাতীয় গ্রিডে সরবরাহ করবে সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠানটি। lngকক্সবাজারের মহেশখালীতে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের টার্মিনাল তৈরীর লক্ষ্যে সিঙ্গাপুরভিত্তিক অ্যাস্ট্রা অয়েল অ্যান্ড এক্সিলারেট কনসোর্টিয়ামের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে পেট্রোবাংলা। বৃহস্পতিবার পেট্রোবাংলা কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষরিত হয়। কাতার থেকে আমদানি করা হচ্ছে এই এলএনজি। প্রতিদিন ৫০ কোটি ঘনফুট গ্যাসের সমপরিমাণ এলএনজি টার্মিনালের মাধ্যমে গ্যাসে রূপান্তরিত করে জাতীয় গ্রিডে সরবরাহ করলে, গ্যাসের সংকট কমবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী। দেশে গ্যাস সংকট ও চাহিদা বেড়ে যাওয়ার কারণে ২০১০ সালে এই এলএনজি আমদানির উদ্যোগ নেওয়া হয়। দীর্ঘ পাঁচ বছর নানা প্রক্রিয়া শেষে এই প্রথম চুক্তি স্বাক্ষরিত হলো। আমদানির মাধ্যমে দেশে দীর্ঘমেয়াদি জ্বালানি চাহিদা পূরণে সরকারের পরিকল্পনার বাস্তবায়নে দেশের বিভিন্ন জায়গায় আরও তিনটি এলএনজি টার্মিনাল স্থাপনের পরিকল্পনা কথা রয়েছে বলেও জানানো হয় চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান থেকে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি