কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার
প্রকাশিত : ২৩:০৫, ২৪ আগস্ট ২০২৫ | আপডেট: ২৩:০৮, ২৪ আগস্ট ২০২৫

হত্যা মামলায় কনটেন্ট ক্রিয়েটর ও মাই টিভির পরিচালক তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার বরিশাল মহানগরের বাংলা বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে সিআইডি।
সিআইডির গণমাধ্যম শাখার পুলিশ সুপার জসিম উদ্দীন সমকালকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, জুলাই অভ্যুত্থানে রাজধানীর যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় আজ রাতে তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে ঢাকায় আনা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যাত্রাবাড়ী থানায় দায়ের করা হত্যা মামলায় ১১ নম্বর আসামি তৌহিদ আফ্রিদি।
এ মামলায় প্রধান আসামী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ২ নম্বর আসামী সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং ৩ নম্বরে পুলিশের সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন।
একই মামলায় ২২ নম্বর আসামি তার বাবা মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে গত ১৭/০৮/২০২৫ খ্রি. ঢাকা মহানগর পুলিশ (ডিবি) গ্রেফতার করে।
এ হত্যা মামলায় মোট ২৫ জন ছাড়াও অজ্ঞাত আরও ১৫০ জনকে আসামি করা হয়েছে।
এসএস//
আরও পড়ুন