কনে দেখতে গিয়ে ভুয়া এসআই আটক
প্রকাশিত : ২০:৪৯, ৩০ মার্চ ২০২২

চুয়াডাঙ্গায় ভুয়া এসআই পরিচয়ে বিয়ের জন্য কনে দেখতে গিয়ে সোহেল রানা (২৪) নামে এক যুবক আটক হয়েছে। গতকাল মঙ্গলবার দিনগত রাত ১১টার দিকে শহরের শেখ পাড়া থেকে পুলিশ তাকে আটক করে। গ্রেফতারকৃত সোহেল রানা কুষ্টিয়া জেলার মিরপুর থানার আমবাড়িয়া গ্রামের আজিবার মন্ডলের ছেলে।
চুয়াডাঙ্গা সদর থানা-পুলিশ সোহেলকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ শুরু করলে তাঁর আসল পরিচয় বেরিয়ে আসে। এসময় তাঁর হেফাজত থেকে একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ। পরে তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, চুয়াডাঙ্গা শহরের একটি আবাসিক হোটেল থেকে পুলিশের পোশাক ও নগদ টাকা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, এর আগে ২০২১ সালের ১৯ এপ্রিল সোহেল রানা নিজেকে পুলিশ কর্মকর্তা পরিচয় দিয়ে ফাঁসির আসামির জামিন করিয়ে দেওয়ার কথা বলে অর্থ হাতিয়ে নিয়েছিলেন। ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে ওই সময় চুয়াডাঙ্গা থানা-পুলিশ সোহেলকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছিল। তবে সম্প্রতি জামিনে বেরিয়ে সোহেল আবার পুরোনো কারবারে নেমেছিলেন।
এদিকে চোরাই মোটরসাইকেল উদ্ধারের খবর পেয়ে মোটরসাইকেলের প্রকৃত মালিক ঝিনাইদহের তারেক হোসেন কাগজপত্রসহ গতকাল রাতেই থানায় উপস্থিত হন। তারেক হোসেন পুলিশকে জানান, ১৫ মার্চ সোহেল পুলিশের পোশাক পরা অবস্থায় তারেক হোসেনের কাছ থেকে মোটরসাইকেলটি কিছু সময়ের জন্য চেয়ে নেন। এরপর সোহেল মোটরসাইকেল নিয়ে লাপাত্তা হয়ে যান।
জানা গেছে, পুলিশের এসআই পরিচয় দিয়ে চুয়াডাঙ্গা পৌর এলাকার শেখ পাড়ার জহুরুল ইসলাম মানিকের মেয়েকে বিয়ের পাত্রী হিসেবে দেখতে যান সোহেল রানা। এসময় সোহেল রানার কথা বার্তায় সন্দেহ হয় কনের পরিবারের। এসময় সোহেল রানাকে জিজ্ঞাসা করা হলে সে যশোর মনিরামপুর থানায় কর্মরত আছে বলে পরিচয় দেয়। সে পরিচয় নিশ্চিত হওয়ার জন্য ওই থানায় যোগাযোগ করা হলে ওই নামে পুলিশের কোন এসআই নেই বলে জানানো হয়। পরে বিষয়টি চুয়াডাঙ্গা সদর থানা পুলিশে জানানো হলে পুলিশ প্রতারক সোহেলকে আটক করে। তার কাছ থেকে পুলিশের পোশাক ও চুরি করে আনা একটি পালসার মোটরসাইকেল জব্দ করা হয়। এদিকে এ ঘটনায় প্রতারণার মামলা করেন চুয়াডাঙ্গা শেখ পাড়ার জহুরুল ইসলাম।
চুয়াডাঙ্গা সদর থানার পরিদর্শক (তদন্ত) আবু সাইদ বলেন, সোহেল রানার বিরুদ্ধে সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণার অভিযোগে শেখপাড়া এলাকার ওই ব্যক্তি মামলা করেছেন। সোহেলের বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানা, কুষ্টিয়ার ভেড়ামারা ও মিরপুর থানায় আরও তিনটি প্রতারণার মামলা আছে।
কেআই//
আরও পড়ুন