ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫

কন্ট্যাক্টলেস ইএমভি চিপ প্রযুক্তির কার্ড আনল ঢাকা ব্যাংক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৩, ২৯ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

কন্ট্যাক্টলেস ইএমভি চিপ প্রযুক্তি সম্পন্ন ভিসা কার্ডের উদ্ভোদন করেছে ঢাকা ব্যাংক লিমিটেড। এর মাধ্যমে ঢাকা ব্যাংক দেশে কার্ড ভিত্তিক পেমেন্ট-এ আধুনিক প্রযুক্তির ব্যবহারের অগ্রযাত্রায় নিযুক্ত হল। কন্ট্যাক্টলেস প্লাট ফর্ম ঢাকা ব্যাংকের ভিসা সিগনেচার কার্ড, প্ল্যাটিনাম কার্ড ও গোল্ড কার্ড গ্রাহকদের দৈনন্দিন কেনাকাটা ও পেমেন্টকে করবে আরও সুরিক্ষিত, সহজ ও গতিময়।

গত সোমবার ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সৈয়দ মাহবুবুর রহমান, উপ ব্যবস্থাপনা পরিচালক এ.এম.ডি এমরানুল হকসহ অন্যান্য উর্ধতন কর্মকর্তাদের উপস্থিতিতে ব্যাংকের করপোরেট অফিসে এ কার্ডের উদ্ভোদন ও নতুন দুইটি প্রিমিয়াম কার্ডের মোড়ক উন্মোচন করেন।

যে সব বিপনি কেন্দ্র ও প্রতিষ্ঠান কন্ট্যাক্টলেস কার্ড গ্রহণ করে সেগুলোতে সর্বোচ্চ ৩ হাজার টাকা পেমেন্ট– এ কন্ট্যাক্টলেস অপশনটি ব্যবহার করা যাবে। গ্রাহকরা এই কার্ডে দ্রুততার সঙ্গে গ্রোসারি, রেস্টুরেন্ট ও শপিং মলে পেমেন্ট করতে পারবেন। ৩ হাজার টাকার অতিরিক্ত পেমেন্টের ক্ষেত্রে গ্রাহক যথারীতি কার্ডটি মেশিনে দিয়ে গোপন পিন নম্বর প্রয়োগের মধ্যে ও পেমেন্ট কাজ সম্পন্ন করতে পারবেন। দেশের বাইরেও এই কন্ট্যাক্টলেস কার্ড পেমেন্ট সুবিধা পাওয়া যাবে। সে ক্ষেত্রে দেশ ভিত্তিক পেমেন্ট সীমা নির্ধারিত থাকবে।

নতুন প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে ঢাকা ব্যাংক তার গ্রাহকদের জন্য নিয়ে আসছে আরও দুইটি প্রিমিয়াম ক্রেডিট কার্ড সেবা। যথা, সিগনেচার কার্ড ও প্ল্যাটিনাম কার্ড। এই দুটি প্রিমিয়াম কার্ড সেবা আগামী অক্টোবর মাসের মাঝামাঝি গ্রাহকদের জন্য বাজারে আসবে।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি