ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

কবরটি কার

চিন্ময় রায় চৌধুরী

প্রকাশিত : ২০:৩৮, ১৩ জুলাই ২০২০ | আপডেট: ২০:৪১, ১৩ জুলাই ২০২০

মরার আগে কবর কিনে
ওপার যারা যায়
জগতটাতো তাদের কাছে
অলিক সব সময়।

কবর যাদের হয়নি কেনা
বলছি তাদের ভাই
‘করোনা’তে মারা যাওয়া
ঠেকাতে বল চাই।

এমন রোগে মারা গেলে
গোসল,কাফন,দাফন
সবই ভুলে যাবে সবে
কেউ রবেনা আপন।

পৌর সভার ট্রাকে করে
আবর্জনার মত
কোথায় নিয়ে পুড়িয়ে দেবে
ভেবে হৃদয় ক্ষত।

নাম ফলক থাকবে নাকো
কবর শূন্য রবে
ফুলেল বিদায় দেবে না কেউ
ঘরে থাকবে সবে।

পৃথিবীতে শেষ চিহ্ন
তারও অধিকার
কেড়ে নিতে পারে ভাই
‘করোনা’-বিস্তার।

সবার কাছে বলি ভাই
ছাড় অহংকার
টাকায় কেনা কবরটিও
নহে গো তোমার।

হিংসা দিয়ে পাহাড় গড়ে
রেখেছো গোপনে
ঈশ্বর আর হিংসা তো
থাকেনা এক মনে।

তোমার কবর তুমি কিনে
অধিকার কি পাবে ?
পরিত্রাতার স্মরণ লও
বিপদ কেটে যাবে।।

কেআই/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি